নয়াদিল্লি: বিদেশে ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া কোনও পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়। কারণ, এই সংক্রান্ত কোনও আন্তর্জাতিক আইন নেই। তবে ভারতে ব্যবসা করা ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজ সংসদে এমনই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবর।

কিছুদিন আগে ই-কমার্স সংস্থা আমাজন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ ও চটি বিক্রি করছিল। কেন্দ্রীয় সরকার আপত্তি জানায়। শেষপর্যন্ত ওই দুটি পণ্য সরিয়ে নিতে বাধ্য হয় আমাজন। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে নিয়ম কঠোর করা হচ্ছে।

আজ সংসদে এক সদস্য বলেন, স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে ছত্তীসগঢ়ে ডাস্টবিনে মহাত্মা গাঁধীর ছবি লাগানো হয়েছে। এ বিষয়ে আইন মেনেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আকবর।