নয়াদিল্লি: গত ১৭ ও ১৮ মার্চ আগরায় যে 'বিস্ফোরণ' ঘটেছিল, তার সঙ্গে আইএসআইএস-এর কোনও যোগ নেই। বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ারও কোনও পরিকল্পনা ছিল না। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এমনই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির।
আগরা ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং সরাইখওয়াজায় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পিছনে আইএসআইএস ছিল বলে সন্দেহ করছিলেন তদন্তকারীরা। তবে সেরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেই জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যদিও তিনি বলেছেন, সন্ত্রাস দমনের লক্ষ্যে নিরাপত্তা সংস্থাগুলি একযোগে নজরদারি চালাচ্ছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আগরা 'বিস্ফোরণ'-এ আইএস-যোগ নেই, জানাল সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2017 03:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -