জয়পুর: কাশ্মীরে জঙ্গি-নিকেশ অভিযান চলবে বলে জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।


মঙ্গলবার, রাজস্থানের সুরাতগড় সামরিক ঘাঁটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, কাশ্মীরে (জঙ্গি-দমন) অভিযান ক্রমাগত চলছে। আর যতক্ষণ না উপত্যকার পরিস্থিতির উন্নতি হচ্ছে, এই অভিযান চলতেই থাকবে।


পাকিস্তানের নাম না করে সেনাপ্রধান যোগ করেন, জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নেবে, তা প্রতিবেশী রাষ্ট্রর ওপর নির্ভর করছে। কিন্তু, আমরা এই ইস্যু উত্থাপন করতে থাকব। প্রসঙ্গত, চলতি বছরে জম্মু ও কাশ্মীরে ২০০-র ওপর জঙ্গি খতম করেছে সামরিক বাহিনী। ২০১০ সাল থেকে এই সংখ্যা সর্বাধিক।