নয়াদিল্লি: এবার ব্যাঙ্কে গেলেই সুখবর। আজ থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নির্ধারিত সীমা তুলে নেওয়া হল। এরপর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আগের মতোই প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
নোট বাতিলের ঘোষণার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে লাগু হয় নির্ধারিত সীমা। তারপর থেকে তা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। আজ থেকে সেই নিয়ম পুরোপুরি তুলে নেওয়া হল। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি এই নিয়ম তুলে নেওয়া হয়।
আজ থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা তোলার উর্ধ্বসীমা প্রত্যাহার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Mar 2017 08:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -