ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না, নির্দেশ আদিত্যনাথের
Web Desk, ABP Ananda | 19 Apr 2017 05:59 PM (IST)
লখনউ: অযোধ্যা, বৃন্দাবন, চিত্রকূট, দেবা শরিফের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির কাছে মদের দোকান রাখা যাবে না বলে সরকারি আধিকারিকদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আবগারি দফতরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্মীয় স্থানগুলির কাছে মদের দোকান নিষিদ্ধ করার নির্দেশ কার্যকর না করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর জন্য নতুন আবগারি নীতির পরিকল্পনা করারও নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। আবগারি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদের দোকান রাখা যাবে না। এর ফলে ৮,৫৪৪টি মদের দোকানের অবস্থান বদল করতে হবে। কাশী বিশ্বনাথ মন্দির, মথুরার কৃষ্ণ জন্মস্থান ও এলাহাবাদের সঙ্গমের এক কিলোমিটারের মধ্যে মদের দোকান নিষিদ্ধ করতে হবে।