নয়াদিল্লি: আগামী এপ্রিল থেকে রাজ্য ও জাতীয় সড়কের ওপর কোনও মদের দোকান থাকবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। এইমুহূর্তে যে মদের দোকানগুলো বিভিন্ন জাতীয় সড়কের ওপর রয়েছে, তাদের লাইসেন্স আর পুণর্নবীকরণ করা হবে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্য এবং জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। এমনকি মদের যেকোনও বিজ্ঞাপন জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ওপর থাকলে, সরিয়ে ফেলতে হবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা প্রত্যেক রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধাণদের নির্দেশ দেওয়া হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ যাতে সঠিকভাবে লাগু হয় সেদিকে বিশেষ নজর দিতে।
শীর্ষ আদালতের নির্দেশিকায় একথাও বলা হয়েছে, জাতীয় ও রাজ্য সড়ক থেকে মদের দোকান সরিয়ে ফেলতে হবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে। কারণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে ইদানিংকালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে।
প্রসঙ্গত, শীর্ষ আদালতে বিভিন্ন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বহু ব্যক্তি মামলা করেছিল। বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তাদের রায় বলেছিল, জাতীয় ও রাজ্য সড়কের দৃশ্যমানতার মধ্যে কোনও মদের দোকান থাকা উচিত্ নয়। মদের দোকান কাছাকাছি না থাকলে, কোনও যাত্রী আর মদ কিনতে পারবে না। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে বিভিন্ন ব্যক্তি। সেই মামলারই রায় দিল শীর্ষ আদালত।
এপ্রিল থেকে রাজ্য ও জাতীয় সড়কের ওপর মদের দোকান নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2016 11:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -