শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য তাঁর হাতে কোনও জাদুকাঠি নেই। কাজের মাধ্যমেই তা হাসিল করতে হবে। এমনটাই জানালেন কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দীনেশ্বর শর্মা।


আগামীকাল থেকে আলোচনা প্রক্রিয়া শুরু করতে চলেছেন দীনেশ্বর। তার আগে রবিবার প্রাক্তন আইবি কর্তা বলেন, আমার কাছে কোনও জাদুকাঠি নেই। কিন্তু, আমার কাজকে অতীতের আতসকাচের তলায় ফেলে নয়, অত্যন্ত সততার চোখে বিচার করতে হবে। তাঁর মতে, কাশ্মীরের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার আগে সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। তিনি যোগ করেন, চাই আমাকে আমার কাজ দিয়ে বিচার করা হোক।


আগামীকালই উপত্যকায় পৌঁছবেন দীনেশ্বর। এদিন তিনি বলেন, আমি পৌঁছে আগে সেখানকার মানুষের কষ্ট ও দুঃখ বোঝার চেষ্টা করব। তাঁদের সমস্যার সুষ্ঠু সমাধান বের করব। তিনি মনে করেন, উপত্যকায় আজও কাশ্মীরিয়ত-এর সংজ্ঞা অপরিবর্তিত রয়েছে। তাঁর আশা, তিনি নতুন কাশ্মীর গড়তে সাহায্য করতে পারবেন।


দীনেশ্বর জানিয়ে দেন, কাশ্মীরে শান্তি ফেরাতে তিনি সবপক্ষের সঙ্গে বৈঠক করবেন, তাদের মতামত শুনবেন। জানান, রাজ্য সরকারের দেওয়া তালিকা অনুযায়ী সোমবার থেকেই বৈঠকের প্রক্রিয়া শুরু হবে। সেখানে রয়েছে—রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। যদিও, তিনি একইসঙ্গে যোগ করেন, তাঁর নিজস্ব একটা তালিকা রয়েছে। সেই অনুযায়ীও তিনি বৈঠক করবেন।