নয়াদিল্লি: কোনও অবস্থাতেই লালুপ্রসাদ যাদবকে সমর্থন করবে না শরদ যাদব। এমনই দাবি করল জনতা দল ইউনাইটেড। শুক্রবার, জেডিইউ-এর তরফে বলা হয়, মহাজোট ভেঙে যাওয়ার ফলে আরজেডি সুপ্রিমো বিষন্ন হয়ে পড়েছেন। তার ফলেই তিনি বিভিন্ন ধরনের দাবি করে চলেছেন।


এদিন জেডিইউ নেতা সুনীল কুমার বলেন, রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই বিষন্ন লালুপ্রসাদ। তাই তিনি সবকিছুর মধ্যে শরদ যাদবকে টেনে আনছেন। কারণ, তাঁর মনে হয়েছে, যদি তাতে জেডিইউ ছেড়ে আরজেডি-তে যোগ দেবেন শরদ যাদব। কিন্তু, তা কখনই হওয়ার নয়।


একই কথা শোনা গিয়েছে আরেক জেডিইউ নেতা রাজীব রঞ্জনের গলাতেও। তিনি জানান, লালুপ্রসাদের কাছে সুযোগ ছিল মহাজোট বাঁচানোর। কিন্তু, তিনি ছেলের জন্য তা খোয়ান। রাজীব বলেন, লালুর উচিত ছিল তেজস্বীর প্রতি স্নেহর জাল ছেড়ে বেরিয়ে এসে তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারতেন।


কিন্তু, তিনি তা না করে ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করলেন। তিনি যে কারও সঙ্গে কথা বলতেই পারেন। কিন্তু, আমরা বিশ্বাস করি, শরদ যাদব সবসময় আমাদের সঙ্গেই থাকবেন।


প্রসঙ্গত, বৃহস্পতিবারই লালুপ্রসাদ জানান, বিজেপিপ বিরুদ্ধে জোট গঠন করতে তিনি শরদ যাদবের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। লালু বলেন, শরদ যাদব চিরকাল বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।


আরজেডি সুপ্রিমো দাবি করেন, ৮ তারিখ পটনায় আসছেন শরদ। পরবর্তী পদক্ষেপ নিয়ে জেডিইউ নেতার সঙ্গে তখন আলোচনা করবেন তিনি। যদিও, শরদ যাদব জানিয়ে দিয়েছেন, তিনি নতুন দল গঠনের কথা ভাবছেন না।


আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোটের ইতি টেনে গত ২৬ জুলাই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার। পরের দিনই বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন তিনি। নীতীশের এই সিদ্ধান্তে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন শরদ যাদব।