আইফোন কিনতে আর সঞ্চয় ভাঙাতে হবে না, ফিরতে চলেছে সস্তার নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Feb 2017 12:24 PM (IST)
নয়াদিল্লি: বাজারে স্মার্টফোন, আইফোন, ব্ল্যাকবেরি আসার পর পুরনো মোবাইল হ্যান্ডসেটগুলো কার্যত মিউজিয়ামে জায়গা পায়। কেউই আজকাল আর এগুলো ব্যবহার করেন না। কারও বাড়িতে হয়তো এককোণে ধুলোর আস্তোরণের নীচে পড়ে রয়েছে সেই পুরনো কিন্তু মারাত্মক শক্তপোক্ত সেই সমস্ত মোবাইল হ্যান্ডসেটগুলো। বর্তমানে শৌখিন আইফোন প্রসঙ্গে প্রচলিত কথা, মাটিতে পড়লে স্ক্রিন ভেঙে যাবে। আর আগেকার এই সমস্ত হ্যান্ডসেটগুলো সম্পর্কে প্রচলিত কথা, মাটিতে পড়লে মেঝের চোট লাগবে, ফোন একইরকম থাকবে। আর পুরনো হ্যান্ডসেটগুলোর ব্যাটারির লাইফটাইম সারাজীবন থাকে। সপ্তাহে দু একবার চার্জ দিতে হয়। অথচ হালের স্মার্টফোনে দিনে দুবার করেও অনেকসময় চার্জ দিতে হয়। সেই বিলুপ্তপ্রায় মোবাইল ফোনগুলিই ফের বাজারে ফিরতে চলেছে, অন্তত নোকিয়া সংস্থার তরফে এমনই জানানো হয়েছে। নোকিয়া ৩৩১০ ফের দুদশক পর বাজারে আসছে, দাম যত্সামান্য, মাত্র চার হাজার ১৯৪ টাকা। এই সেটের সঙ্গে নোকিয়ার আরও তিনটি হ্যান্ডসেট বাজারে আসবে। এপ্রসঙ্গে এমাসের শেষের দিকে বার্সিলোনায় অনুষ্ঠিত হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা করবে নোকিয়া।