গুয়াহাটি: যে বাড়িতে শৌচাগার নেই, সেখানে নিকাহ অর্থাত বিয়েতে শপথ পাঠ করাবেন না হরিয়ানা, হিমাচল প্রদেশ ও পঞ্জাবের মৌলবি, মুফতিরা। এই তিন রাজ্যে মুসলিম পরিবারে বিয়ের ক্ষেত্রে বাড়িতে শৌচাগার থাকাটা আবশ্যিক শর্ত করা হয়েছে বলে জানিয়েছেন জমিয়ত-উলেমা-ই-হিন্দ সংগঠনের সেক্রেটারি জেনারেল মৌলানা মাহমুদ এ মাদানি। আগামী দিনে দেশের বাকি রাজ্যগুলিতেও এই শর্ত কার্যকর করা হবে বলে জানান তিনি।
অসমে শৌচাগার নির্মাণ সংক্রান্ত এক সম্মেলনে এ কথা জানান এই রাজ্যসভা সাংসদ। তিনি একইসঙ্গে এও বলেন, আমার মতে, দেশের সর্বত্র সব ধর্মের নেতাদেরই এককাট্টা হয়ে বলা উচিত, যে বাড়িতে শৌচাগার নেই, সেখানে কোনও সামাজিক, ধর্মীয় রীতি, অনুষ্ঠান পরিচালনা করবেন না তাঁরা। স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি সবাইকে শৌচাগার ব্যবহারের পরামর্শ দেন, বলেন, শুধু অসম নয়, গোটা দেশকে পরিষ্কার, পরিচ্ছন্ন করে তুলতে হবে।
হরিয়ানা, হিমাচল, পঞ্জাবে বাড়িতে শৌচাগার না থাকলে নিকাহ করাবেন না মৌলবি, মুফতিরা
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2017 08:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -