লখনউ: অযোধ্যায় রামমন্দির হবেই। দাবি করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। মুসলিমরাও রামমন্দির নির্মাণ সমর্থন করছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার লালকৃষ্ণ আডবাণী সহ শীর্ষ বিজেপি, সঙ্ঘ পরিবারের নেতা-নেত্রীরা লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তাঁদের বিরুদ্ধে বাবরি মামলায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠনের ব্যাপারে।
তার প্রাক্কালে বিতর্কিত মন্তব্য করে নানা সময়ে শিরোনামে আসা শাসক দলের এই এমপি বলেন, বাবরি মসজিদ বনাম রামমন্দির বিতর্ক বন্ধ হোক, কেননা আগে যারা মন্দির নির্মাণের বিরোধিতা করত, তারাই এখন রামভক্ত হয়েছে। বিশ্বের কোনও শক্তিই অযোধ্যায় রামমন্দির নির্মাণ ঠেকাতে পারবে না।

এদিকে বাবরি মামলায় অভিযুক্ত হিন্দুত্ববাদী নেতা রাম বিলাস বেদান্তি এদিন কোনও কুণ্ঠা না করেই বলেছেন, অযোধ্যায় বিতর্কিত কাঠামোর চূড়া ভেঙে দিয়েছিল যারা, সেই দলে আমিও ছিলাম।