নয়াদিল্লি: ভারত যদি পাকিস্তান থেকে পাক-অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করতে চায়, তাহলে কারও ক্ষমতা নেই তা আটকানোর। এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তাঁর দাবি, আগের সরকারগুলির ‘গাফিলতির’ জন্যই আজ পাক-অধিকৃত কাশ্মীর ইসলামাবাদের দখলে।


বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি বলছি পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) ভারতের অংশ এবং বিগত সরকারগুলির গাফিলতির জন্যই তা পাকিস্তানের অঙ্গ হিসেবে রয়ে গিয়েছে।


তিনি আরও বলেন, আমরা যদি পিওকে ফেরত নিতে চাই, তাহলে কেউ আমাদের আটকাতে পারবে না। কারও ক্ষমতা নেই, কারণ এটা আমাদের অধিকার। আহির মনে করেন, পিওকে-কে পাকিস্তান থেকে ফেরত নেওয়ার বিষয়ে উদ্যোগী হওয়া উচিত ভারতের।


প্রসঙ্গত, গতকালই, ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা জানান, পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেবে না পাকিস্তান। এর আগে, গত সপ্তাহে পিওকে পাকিস্তানেরই—বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি।