মাঠের ফসলে যাতে পশুপাখি খেয়ে যেতে না পারে, সেজন্য 'কাকতাড়ুয়া' বসানো হয়। এবার উপচে পড়া ফসলে যাতে কেউ 'নজর' না দিতে সেজন্য এক অভিনব পদ্ধতির আশ্রয় নিলেন অন্ধ্রপ্রদেশের এক কৃষক। নেল্লোর জেলায় নিজের জমিতে বলিউড তারকা সানি লিওনের ছবির একটি বড়সড় পোস্টার টাঙিয়েছেন ওই কৃষক।
কিন্ডি পাল্লে গ্রামের ৪৫ বছরের কৃষক চেঞ্চু রেড্ডি কিন্তু সানি লিওনের অনুরাগী নন। তাঁর খেতে এবার ব্যাপক ফলন হয়েছে। সেই ফসলের দিকে গ্রামবাসীরা যাতে 'নজর' না দিতে পারেন, সেজন্যই প্রাক্তন অ্যাডাল্ট তারকার ছবির আশ্রয় নিয়েছেন তিনিষ।
রেড্ডি বলেছেন, এ বছর ১০ একর জমিতে চাষ করেছি। ভালো ফসল হয়েছে। পথচারী ও গ্রামবাসীদের চোখ টানছে ওই মাঠভরা ফসল। ফসলে যাতে কুনজর না পড়ে সেজন্যই সানি লিওনের একটা বড়সড় পোস্টার দেওয়ার ভাবনাটা কয়েকদিন আগে মাথায় আসে।
পোস্টারে রয়েছে লাল টাইট বিকিনি পরিহিত সানি লিওনের ছবি। ছবির ওপর তেলগুতে লেখা- 'আমার জন্য কান্নাকাটি বা হিংসা করো না'।
রেড্ডি মনে করছেন, সানির ছবি দেখে লোকে আর তাঁর ফসলের দিকে তাকাবে না। এরফলে ফসল বাঁচবে 'কুনজর' থেকে। তাঁর মাঠে ব্যাপক ফলন হয়েছে ফুলকপি ও বাঁধাকপির।
রেড্ডি বলেছেন, এই কৌশল কাজে দিয়েছে। লোকে এখন তাঁর জমির ফসলের দিকে তাকাচ্ছে না।
অন্যান্য জায়গার মতো অন্ধ্রের কৃষকদেরও নানা ধরনের কুসংস্কার রয়েছে। এজন্য বিভিন্ন ধরনের কৌশলও ব্যবহার করেন তাঁরা। এবার সেই তালিকায় রেড্ডি যা যোগ করলেন তা, কেউ কোনওদিনও শোনেনইনি।
এভাবে সানির ছবি ব্যবহার করে তিনি কোনও আইন ভেঙেছেন বলেও মনে করেন না রেড্ডি।
ফসলে 'কুনজর' এড়াতে জমিতে সানি লিওনের পোস্টার কৃষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2018 10:00 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -