লখনউ: আদালতের বাইরে অযোধ্যা বিতর্ক মীমাংসার সম্ভাবনা খারিজ করে দিল বাবরি মসজিদ অ্যাকশন কমিটি (বিএমএসি)। সম্প্রতি সুপ্রিম কোর্ট মামলার সবকটি পক্ষকে কয়েক দশক ধরে অমীমাংসিত, ঝুলে থাকা এই বিতর্ক আদালতের বাইরে আপস মীমাংসায় মিটিয়ে নিতে পরামর্শ দিয়েছে।
কিন্তু বিএমএসি-র বৈঠকে আলোচনা হয়েছে, তা সম্ভব নয়। সংগঠনের আহ্বায়ক জফরায়েব জিলানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী যতদিন ক্ষমতার মাথায় থাকবেন, ততদিন মুসলিমদের ন্যয়বিচার পাওয়ার কোনও আশা নেই। কেননা ওঁরা দুজনেই বিজেপি সদস্য, রামমন্দির আন্দোলনের সমর্থক। এর আগের প্রধানমন্ত্রীরা সব বিতর্কিত ইস্যুতে 'নিরপেক্ষ' থাকতেন বলেও দাবি করেছেন তিনি।
অযোধ্যায় বিরোধের সমাধানসূত্র বেরতে পারে একমাত্র সুপ্রিম কোর্টেই, অভিমত জানিয়েছেন জিলানি। তিনি এও বলেছেন, অতীতেও আদালতের বাইরে বিরোধ অবসানের চেষ্টা হয়েছিল বটে, তবে তা ব্যর্থই হয়।
জিলানিদের বক্তব্য, অযোধ্যা ইস্যুর সমাধানে দেশের প্রধান বিচারপতি বা অন্য কোনও বিচারপতি যদি উদ্যোগ নেন, তবে মুসলিমরা অবশ্যই স্বাগত জানাবেন।
যেদিন শীর্ষ আদালত অযোধ্যা বিতর্কে আবেগের প্রশ্ন জড়িত, তাই আপস-মীমাংসা করে নেওয়াই ভাল বলে জানায়, সেদিনই জিলানি বলেছিলেন, প্রধান বিচারপতি বিষয়টি শোনার জন্য কোনও টিমকে ভার দিন, আমরা মানতে তৈরি। কিন্তু আদালতের বাইরে রফা সম্ভব নয়। শীর্ষ আদালত এ নিয়ে রায় দিলে আমরা খতিয়ে দেখব।