দেশজুড়ে অভিন্ন পাঠক্রমের কোনও পরিকল্পনা নেই, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2018 06:36 PM (IST)
নয়াদিল্লি: দেশের সমস্ত বোর্ডগুলির জন্য একই পাঠক্রমের কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণমন্ত্রক। মন্ত্রক বলেছে, সারা দেশজুড়ে অভিন্ন শিক্ষাক্রমে স্থানীয় সংস্কৃতি ও ভাষা অন্তর্ভূক্ত করা যাবে না। ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) বন্ধ করারও কোনও প্রকল্প নেই বলে জানিয়েছে সরকার। মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশাওয়া লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন, সিবিএসই, আইসিএসই, এনআইওএস এবং রাজ্য বোর্ডগুলিতে একই ধরনের পাঠ্যসূচী চালুর কোনও পরিকল্পনাই নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ডিজিটাল পদ্ধতিতে উত্তরপত্রের মূল্যায়ণের কোনও প্রস্তাব আসে নিয়ে বলে জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রকের আর এক প্রতিমন্ত্রী সত্য পাল সিংহ।