নয়াদিল্লি: পড়ুয়াদের মধ্যে পর্ন-প্রবণতা কমানোর জন্য স্কুলে জ্যামার বসানোর কোনও প্রস্তাব দেওয়া হয়নি। বৃহস্পতিবার সংসদে এমনটাই জানাল কেন্দ্র।
এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা বলেন, পড়ুয়াদের মধ্যে পর্ন সাইট দেখার প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই বাড়ছে ছাত্রদের মধ্যে যৌন অপরাধের মাত্রা। তা সত্ত্বেও সরকারি হোক বা বেসরকারি, কেন্দ্র কোনও স্কুলকে জ্যমার বসানোর নির্দেশ দেয়নি।
প্রসঙ্গত, গতমাসে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে কেন্দ্র জানায়, স্কুলের পড়ুয়ারা যাতে কোনও পর্ন সাইটে না যেতে পারে, তার জন্য স্কুলে জ্যামার বসাতে সিবিএসই-কে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে শুরু হয় বিতর্ক। এই নিষেধাজ্ঞার বলবৎ হলে পড়ুয়ারা স্বাভাবিক ইন্টারনেটও ব্যবহার করতে পারবে না বলে যুক্তি দেখায় বহু স্কুল।
এদিন এই প্রেক্ষিতে উপেন্দ্র জানান, স্কুলের মধ্যে জ্যামার বসালে গোটা ইন্টারনেট পরিষেবাই স্তব্ধ হয়ে পড়বে। তখন পড়ুয়ারা কোনও কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পাবেন না। তবে, স্কুলবাস চালকদের মোবাইল ফোনে পর্ন সাইট দেখা বন্ধ করতে বাসে জ্যামার বসানো যেতেই পারে।
উপেন্দ্র জানান, প্রত্যেক স্কুলে একজন করে প্রশিক্ষিত পুরুষ ও একজন মহিলা কাউন্সেলর বা পরামর্শদাতা নিয়োগ করার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছে মন্ত্রক। পাশাপাশি, যৌন শিক্ষা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে স্কুলে বিশেষ কর্মশালার আয়োজন করার কথাও ভাবা হচ্ছে।