নয়াদিল্লি: পাকিস্তান সীমান্ত বরাবর দেওয়াল তোলার কোনও প্ল্যান সরকারের নেই বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে আজ ভারত সরকারের বিবেচনায় এমন কোনও প্রস্তাব নেই বলে জানান।
রিজিজুর বক্তব্য, ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তার ব্যাপারে বহুমুখী পদক্ষেপ নিয়ে এগচ্ছে। তিনি বলেছেন, সরকার যেসব ব্যবস্থা নিচ্ছে, তার মধ্যে আছে বিএসএফ জওয়ানদের নিয়োগ, সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্তে রাস্তা তৈরি, রাতে অন্ধকারে দেখার জন্য ফ্লাডলাইট লাগানো, নজরদারির জন্য উচ্চপ্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি বসানো, নিরাপত্তাবাহিনীর হাতে অস্ত্র ও তাদের জন্য বিশেষ ব্যবস্থাসম্পন্ন গাড়ির ব্যবস্থা করা।
ভারত-পাক সীমান্তে দেওয়াল বসছে না, জানালেন রিজিজু
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2017 06:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -