নয়াদিল্লি: এবার কি কেন্দ্র ৫,০০০ ও ১০,০০০ টাকার নোট চালু করার কথা ভাবছে? এ নিয়ে জল্পনা চলছিল। বিশেষ করে নোটবাতিলের পর প্রশ্ন উঠেছিল, সরকার এই বড় নোট চালু করতে চাইছে কিনা।
কিন্তু কেন্দ্র এবার লোকসভায় লিখিতভাবে জানিয়ে দিল, বড় নোট চালু করার কথা তারা ভাবছে না।
অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংসদে জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে। তারা দেখে, ৫,০০০ ও ১০,০০০ টাকার নোট চালু করার যৌক্তিকতা নেই।
নোট ছাপানোর খরচ কমাতে সরকার এই বড় নোট চালু করার কথা ভাবছে কিনা জানতে চাওয়া হলে এ কথা বলেন তিনি।
৮ নভেম্বরের নোট বাতিলের জেরে বাজারে থাকা চলতি নোটের ৮৬ শতাংশ বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে ৫০০ টাকার নোট চালু করেছে কেন্দ্র। সঙ্গে চালু হয়েছে ২,০০০ টাকার নোট।
অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, নতুন করে ১,০০০ টাকার নোট বাজারে ছাড়ার কথা কেন্দ্র ভাবছে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এবার কি চালু হচ্ছে ৫,০০০ ও ১০,০০০ টাকার নোট?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2017 12:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -