নয়াদিল্লি: বিমানের টিকিট কাটতে আধার অত্যাবশ্যক নয়। এ ব্যাপারে কেন্দ্রের কোনও পরিকল্পনাও নেই। স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে এ কথা।


প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে হয় ওই স্থায়ী কমিটির বৈঠক। সেখানেই আগামী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌড়ার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা এ কথা জানান। তাঁরা সাংসদদের জানান, আধারের জন্য গৃহীত তথ্য যথেষ্ট নিরাপদে রয়েছে, মেন সার্ভারের নিরাপত্তা পরিবেষ্টনী সম্পূর্ণ অভেদ্য, তা ভুল হাতে পড়ার আশঙ্কা নেই।

সাংসদরা প্রশ্ন করেন, কেন আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সংযোগ ও নানা জনকল্যাণ প্রকল্পে জুড়ে দিচ্ছে সরকার। জবাবে আমলারা বলেন, রাজনীতিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন, এ ব্যাপারে জবাব দেওয়ার জায়গায় তাঁরা নেই।

আধার ছাড়াও আলোচনা হয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা ইস্যু নিয়ে।