নয়াদিল্লি: জম্মুর বিজেপি নেতাদের একাংশ, কয়েকটি মহল দাবি করছে বটে যে, কাশ্মীর উপত্যকা থেকে দু দশক আগে উত্খাত হওয়া কাশ্মীরী পন্ডিতদের ফিরিয়ে এনে পুনর্বাসন দিতে তাঁদের জন্য পৃথক কলোনি তৈরি করা হবে, কিন্তু কেন্দ্রের তরফে তাতে জল ঢেলে জানিয়ে দেওয়া হল, এমন কোনও প্রস্তাবই নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির যাবতীয় জল্পনায় ইতি টেনে সংসদে বলেছেন, পন্ডিতদের জন্য আলাদা কলোনি হচ্ছে না।


প্রসঙ্গত, নব্বই দশকের গোড়ায় কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের বন্দুকের মুখে ভীতি-সন্ত্রাসের পরিবেশে ভিটেমাটি ছাড়তে হয় পন্ডিতদের। এমন প্রায় ৬২ হাজার কাশ্মীরী পন্ডিত পরিবার নথিভুক্ত হয়েছে। ৪০ হাজার রয়েছে জম্মুতে। ২০ হাজার পরিবার বসবাস করছে দিল্লিতে। দেশের বাকি অংশে আছে ২ হাজার পরিবার।
নিরাপত্তা জওয়ানদের জন্য কাশ্মীর উপত্যকায় আলাদা সৈনিক কলোনি হচ্ছে বলে মিডিয়ার একাংশে প্রকাশিত সংবাদও খারিজ করে দেন আহির।
তিনি সংসদকে জানান, সরকার ২০১৫-র ১৮ নভেম্বর একটি স্কিমই অনুমোদন করেছে, যাতে পন্ডিতদের জন্য ৬ হাজার অস্থায়ী আবাসন তৈরির পাশাপাশি অতিরিক্ত ৩ হাজার কাজের বন্দোবস্তও করা হবে।