গরুকে জাতীয় পশু ঘোষণার কোনও প্রস্তাব জমা পড়েনি, লোকসভায় জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2017 08:27 PM (IST)
নয়াদিল্লি: গরুকে জাতীয় পশু ঘোষণার কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি। সরকারের পক্ষ থেকে আজ লোকসভায় এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মহল থেকে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি উঠেছে। এ সংক্রান্ত একটি একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, এ ধরনের কোনও প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়েনি। রিজুজু আরও বলেছেন, সংবিধানের ২৪৬ (৩) ধারায় কেন্দ্র ও রাজ্য ক্ষমতার বন্টন অনুসারে, পশু সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে আইন প্রণয়ণের অধিকার রয়েছে রাজ্যগুলিরই।