নয়াদিল্লি: ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, ‘ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করার কোনও প্রস্তাব নেই। আধারে নাম নথিভুক্ত করার সময় নাগরিকরা যে তথ্য দিয়েছেন, সেই তথ্যই থেকে যায় আধারের তথ্যভাণ্ডারে। পরবর্তীকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই তথ্য বদল করতে পারেন। আধারের সঙ্গে মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডি যুক্ত করা যেতে পারে।’

আধারের তথ্যভাণ্ডারে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স বা জন্মতারিখ, ছবি, ১০ আঙুলের ছাপ এবং চোখের মণির ছবি থাকে। তথ্য-প্রযুক্তি মন্ত্রীর দাবি, আধারের তথ্য কোথাও প্রকাশ করা হয় না।