প্রতিবন্ধীদের জন্যে আলাদা কোনও বিশ্ববিদ্যালয় নয়: কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2018 07:23 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে আজ এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে দেশের মধ্যে শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্যে কোনও বিশেষ বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে না। এমনকি এধরনের বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে তাদের কাছে কোনও প্রস্তাবও নেই। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ আজ সংসদে এক লিখিত বিবৃতি দিয়ে বলেন, আপাতত কেন্দ্রীয় সরকারের এধরনের কোনও পরিকল্পনা নেই। সত্যপাল জানিয়েছেন, ২০১১ সালের গণনা অনুযায়ী, ২.৬৮ কোটি মানুষ প্রতিবন্ধী, যে মোট জনসাধারণের ২.১ শতাংশ।