নয়াদিল্লি: ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ব্যাঙ্কের চেকবই পরিষেবা বাতিল করা হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা অস্বীকার করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ট্যুইট করে জানানো হয়েছে, ‘ভারত সরকার ফের জানিয়ে দিচ্ছে, ব্যাঙ্কের চেকবই পরিষেবা বাতিলের কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না।’ গত বছরের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করার পর থেকেই কেন্দ্রীয় সরকার নগদের বদলে ক্যাশলেস লেনদেনের উপর জোর দিচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রচারিত হয়, কেন্দ্রীয় সরকার ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার জন্য অদূর ভবিষ্যতে চেকবই পরিষেবা তুলে দিতে পারে। তবে অর্থমন্ত্রক সেই খবর অস্বীকার করল।