নয়াদিল্লি: আগামীকাল দেশজুড়ে সাড়ম্বরে পালিত হবে আন্তর্জাতিক যোগদিবস। কিন্তু সেই উপলক্ষ্যে কোনও সরকারি ছুটি নয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রেও যোগদিবস পালন করা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।
কর্মীবর্গ প্রশিক্ষণ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, দ্বিতীয় যোগ দিবস উপলক্ষ্যে কোনও সরকারি ছুটি থাকছে না। সমস্ত সরকারি অফিস খোলা থাকবে। কর্মীদের ক্ষেত্রেও এই অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক নয়। ঐচ্ছিক। তবে যেসব কর্মীরা উপস্থিত থাকতে ইচ্ছুক, তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত সারা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৫০ লক্ষ। আর গোটা দেশে এক লাখেরও বেশি জায়গায় পালিত হবে দ্বিতীয় যোগ দিবস। এরমধ্যে অঞ্চলভিত্তিক মেগা ইভেন্টগুলি আয়োজিত হবে দেশের ১০ টি শহরে। সেগুলি হল বারাণসী, জম্মু, শিমলা, ইম্ফল, ভাদোদরা, লখনউ, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, হোশিয়ারপুর। মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে চণ্ডীগড়ে। সেখানেই উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
উল্লেখ্য, দেশের ৩৯১ টি বিশ্ববিদ্যালয়, ১৬০০০ কলেজ, ১২০০০ স্কুলে পালন হবে যোগদিবস।
যোগব্যয়ামের ব্যাপারে শিশুদের উত্সাহিত করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিও। তিনি বলেন, বাবা-মা ও শিক্ষকদের উচিত্ বাচ্চাদের সঙ্গে যোগব্যায়াম করা।
আগামীকাল যোগদিবস ‘ঐচ্ছিক’ সরকারি কর্মীদের ক্ষেত্রে, ছুটি নয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2016 12:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -