পিডিপি-র সঙ্গে সমঝোতার সম্ভাবনা ওড়াল কংগ্রেস
Web Desk, ABP Ananda | 19 Jun 2018 05:24 PM (IST)
নয়াদিল্লি: বিজেপি জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পর জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতির দল পিডিপির সঙ্গে কোনওরকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিল কংগ্রেস। শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ পিডিপির হাত ধরে সরকার গঠন করে বিজেপি 'হিমালয় সদৃশ মহা ভুল' করেছিল বলে মন্তব্য করেছেন। বলেছেন, বিজেপি জাতীয় দল, তাদের উচিত হয়নি পিডিপির সঙ্গী হওয়া, যারা একটি আঞ্চলিক পার্টি। উচিত ছিল, ওখানকার আঞ্চলিক দলগুলিকেই নিজেদের মধ্যে আপস রফা করে সরকার গড়তে দেওয়া। পিডিপি-বিজেপি জোট আর্থিক, সামাজিক সব দিক থেকেই রাজ্যকে বিধ্বস্ত করে দিয়েছে, তাকে 'ধ্বংসস্তূপে' পরিণত করেছে বলেও মন্তব্য করেন আজাদ।