নয়াদিল্লি: আজ ২ মে রাত থেকে ৩ মে সকাল পাঁচটা পর্যন্ত রেলের অনলাইন টিকিট বুকিং সাইট আইআরসিটিসি সহ সমস্ত অনলাইন পরিষেবা থেকে টিকিট বুক করা যাবে না। রেলের যাত্রী সংক্ষরণ সিস্টেম ২ মে রাত ১০.৪৫ টা থেকে ৩ মে সকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে। এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে কোনও টিকিট বুক করা যাবে না।
রেল যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (পিআরএস)-এর আপডেট করছে। এ জন্যই উল্লিখিত সময়ে অনলাইনে টিকিট বুকিং করা যাবে না। রেল তাদের অনলাইন সিস্টেমে কিছু নয়া ফিচার এবং আপডেট যুক্ত করতে চলেছে। এরপর অনলাইন টিকেটিং সিস্টেম আরও উন্নত হয়ে উঠবে।
এক্ষেত্রে রেলের উদ্দেশ্য-
১. যাত্রীদের টিকিট বুক করার সময় আরও বেশি সুরক্ষা প্রদান করা
২. সাইটের রক্ষণাবেক্ষণ করা
৩. সাইটের আপগ্রেড করা
এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে টিকিট বুকিং বা ক্যানসেল করা যাবে না। এই সময় রেলের সমস্ত কম্পিউটারাইজড অনুসন্ধান পরিষেবা বন্ধ থাকবে। এই সময় আইভিআরএস টাচ স্ক্রিন, কল সেন্টার ও রেলের ১৩৯ ফোন নম্বরের মাধ্যমেও ট্রেন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে না।
আজ রাত ১০.৪৫ টা থেকে কাল ভোর পাঁচটা পর্যন্ত আইআরসিটিসি থেকে করা যাবে না টিকিট বুকিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2018 08:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -