নয়াদিল্লি: চিনের দাবি খারিজ করে ভারত জানিয়ে দিল, ডোকালামে বাহিনী মোতায়েন কমানো হয়নি।
বুধবার, চিনা বিদেশমন্ত্রকের তরফে ১৫-পাতার তথ্য পেশ করে দাবি করা হয় যে, ডোকালামে ভারত বাহিনী কমিয়েছে। বেজিংয়ের দাবি, একমাস আগে সেখানে প্রায় ৪০০ জন জওয়ান মোতায়েন ছিল। এখন সেখানে মাত্র ৪০ জন জওয়ান মোতায়েন রয়েছে।
চিনা বিদেশমন্ত্রকের পেশ করা নথিতে বলা হয়, চিনা ভূখণ্ডের ১৮০ মিটার ভেতরে একটা বিশেষ পয়েন্টে আগে তিনটি ছাউনিতে প্রায় ৪০০ জন জওয়ান ছিল। এখন ৪০ জন জওয়ান এবং একটি বুলডোজার রয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যেই সেই দাবিকে খারিজ করে দেয় ভারত। কেন্দ্র জানিয়ে দিয়েছে, ডোকালামে গত ৬ সপ্তাহ ধরে প্রায় ৩৫০ জন জওয়ান মোতায়েন রয়েছে।