বস্তি: বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, গত আট মাসে উত্তরপ্রদেশের কোনও জায়গাতেই সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি।
পুরসভা নির্বাচনের প্রচারে বস্তি শহরে গিয়েছিলেন আদিত্যনাথ। সেখানে এক জনসভায় তিনি বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি তখন গুণ্ডামি চরমে পৌঁছে গিয়েছিল। বিশৃঙ্খলার জেরে ব্যবসায়ীরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন এমন একটিও দিন ছিল না যেদিন দাঙ্গা হয়নি। সেই সময়ের সরকার দাঙ্গাবাজদের ডেকে সম্মান জানাত। কিন্তু গত আট মাসে একটিও দাঙ্গা হয়নি। আজ অপরাধীরা পালিয়ে যাচ্ছে আর ব্যবসায়ীরা রাজ্যে বিনিয়োগ করার জন্য ফিরে আসছেন।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আরও দাবি, তাঁর সরকার মেরুকরণের রাজনীতি বদলের চেষ্টা চালাচ্ছে। রাজনীতিকে কৃষক ও মহিলা-কেন্দ্রীক করার চেষ্টা চলছে। রামরাজ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ১১ লক্ষ গরিব মানুষকে বাড়ি এবং ২০ লক্ষ মানুষকে বিদ্যুতের সংযোগ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আগের সরকার নামমাত্র দামে চিনিকল বিক্রি করে দিয়েছিল। এখন পূর্বাঞ্চলে নতুন চিনিকল তৈরি করা হচ্ছে। এর ফলে যুবকদের কর্মসংস্থান হবে এবং কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবেন।
পুর নির্বাচনে বিজেপি-কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আদিত্যনাথ বলেছেন, এই নির্বাচনে বিজেপি জিতলেই বাজেটের অর্থ ঠিকমতো কাজে লাগানো হবে। নির্বাচনের পরে রাস্তায় গবাদি ও ব্যবসায়ীদের সমস্যা মেটানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ১৬টি শহরে গোশালা তৈরি করা হবে। গোমূত্র ও গোবর ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হবে। বন্ধ কারখানা খোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিজেপি সরকারের আমলে গত ৮ মাসে উত্তরপ্রদেশে দাঙ্গা হয়নি, দাবি আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2017 06:44 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -