নয়াদিল্লি: দিল্লির রামজাস কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে যখন দেশজুড়ে বাক স্বাধীনতা নিয়ে বিতর্ক চলছে, তখন এ বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘ভারতে কোনও অসহিষ্ণু ব্যক্তির ঠাঁই হওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উচিত অস্থিরতার সংস্কৃতির সঙ্গে না জড়িয়ে যুক্তিনিষ্ঠ আলোচনা ও বিতর্কে যোগ দেওয়া। তাদের হিংসা ও অশান্তিতে জড়িয়ে পড়তে দেখা দুঃখজনক।’


কেরলের কোচিতে ষষ্ঠ কেসি রাজামণি স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, দেশের প্রথমসারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মুক্তচিন্তা ও সৃষ্টিশীলতার চর্চা হওয়া উচিত।

নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রপতির বার্তা, আইন প্রণয়নের মূল বিষয় এবং মানুষের উদ্বেগের বিষয়ে সরব হওয়া উচিত। রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষের আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। জাতীয় লক্ষ্য এবং দেশপ্রেমই দেশকে স্থায়ী উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে।

সমাজে মহিলাদের উপর অত্যাচার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, ‘যখন আমরা একজন মহিলার উপর অত্যাচার করি, তখন সভ্যতার আত্মায় আঘাত করি। এটা করা উচিত নয়।’