এছাড়া এটিএম থেকে প্রয়োজনের বেশি টাকা না তোলার আবেদনও টুইট করে বলেছেন শক্তিকান্ত।
প্রসঙ্গত, গতকাল কেন্দ্রের এক প্রবীণ আধিকারিক জানান, আরবিআই এবং কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই নতুন চেহারায় বাজারে হাজারের নোট ফিরিয়ে আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে।কিন্তু এখন এটাই বোঝা যাচ্ছে না ঠিক কবে এই নোট বাজারে আসছে। আগে জানুয়ারির শুরুতেই এই নোট বাজারে আনার পরিকল্পনা ছিল সরকারের। ওই আধিকারিকের দাবি, হাজারের নোট ছাপানোর ক্ষেত্রে এই বিলম্বের কারণ পাঁচশোর নোটের অধিক চাহিদা। সেই চাহিদা মেটাতে এখন বেশি পরিমাণে পাঁচশোর নোটই ছাপানো হচ্ছে।
গতবছর ৮ নভেম্বর দেশকে জাল নোট, দুর্নীতি ও কালো টাকা থেকে মুক্ত করতে আচমকাই বাজার থেকে কেন্দ্র পাঁচশো ও হাজারের নোট তলে নেয়। তারপর বাজারে আসে নতুন চেহারার পাঁচশো ও দুহাজারের নোট।