নয়াদিল্লি ও ভর্দা: মহারাষ্ট্রের পুলগাঁও জেলায় সেনাবাহিনীর কেন্দ্রীয় অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। পাশাপাশি জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ একমাত্র তদন্তের পরই জানা যাবে।
অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ঘটনাস্থলে আসেন প্রতিরক্ষামন্ত্রী। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও মর্মবেদনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পুলগাঁওয়ে সাংবাদিকদের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় সময়মতোই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও সম্ভাবনাই খারিজ করছেন না জানিয়েও তিনি বলেন, এ ক্ষেত্রে কোনও অন্তর্ঘাত হয়নি। একইসঙ্গে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
পর্রিকর এদিন সওয়াঙ্গি মেঘে দত্তা মেঘে মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি জখম সেনা কর্মীদের দেখতে যান। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৩০ টন অ্যান্টি-ট্যাঙ্ক মাইন ধ্বংস হয়ে গিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁরা অন্য নয়টি শেডে মজুত অস্ত্রশস্ত্র রক্ষা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ। তাঁরা হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে প্রায় আধঘন্টা ছিলেন।
উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম অস্ত্রাগারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ সেনা আধিকারিক সহ ১৬ জওয়ানের মৃত্য হয়েছে।
অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের আশঙ্কা খারিজ করলেন প্রতিরক্ষামন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2016 02:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -