রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, গোয়ায় দেখানো হবে না পদ্মাবৎ, জানাল মাল্টিপ্লেক্স সংগঠন
Web Desk, ABP Ananda | 24 Jan 2018 07:46 PM (IST)
মুম্বই: বিজেপি-শাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত ও গোয়ায় দেখানো হবে না পদ্মাবৎ। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই সংগঠনের সভাপতি দীপক আশের বলেছেন, ‘স্থানীয় ম্যানেজমেন্ট জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। সেই কারণে আমরা চারটি রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গোয়ায় ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে পৃষ্টপোষকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। পরিবেশ যদি নিরাপদ থাকে, তাহলেই আমরা ছবিটি দেখাব। পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু এই মুহূর্তে মানুষের নিরাপত্তার দিকেই নজর দিচ্ছি।’ মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আওতায় আছে দেশের প্রায় ৭৫ শতাংশ মাল্টিপ্লেক্স। সারা দেশে প্রায় দু’হাজার মাল্টিপ্লেক্স এই সংগঠনের ছাতার তলায় আছে। চারটি রাজ্যে পদ্মাবৎ দেখানো হবে না বলে জানিয়ে দেওয়ার পাশাপাশি দীপক আরও বলেছেন, যে রাজ্যগুলির মাল্টিপ্লেক্সগুলিতে ছবিটি দেখানো হবে, সেখানে সিনেমা হলের বাইরে পুলিশ ছাড়াও বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। আইনক্সের চিফ প্রোগ্রামিং অফিসার রাজেন্দর সিংহ বলেছেন, ‘সমস্যা আছে এমন কয়েকটি জায়গা ছাড়া দেশের সর্বত্র দেখানো হবে পদ্মাবৎ। সারা দেশে আমাদের ৪৮৮টি স্ক্রিন আছে। হামলার হুমকি থাকায় কয়েকটি জায়গায় দেখানো হবে না ছবিটি। বিভিন্ন জায়গায় স্থানীয় থানার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। আমরাও নিরাপত্তা বাড়িয়েছি।’ সিনেমা ওনার্স অ্যান্ড এগজিবিটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটির সদস্য নীতীন ধর বলেছেন, ‘পুলিশ আমাদের ডেকে জানতে চেয়েছিল, কবে ছবিটি মুক্তি পাবে। পুলিশ আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তবে সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট হলগুলিই ঠিক করবে ছবিটি দেখাবে কি না। দর্শকদের নিরাপত্তার বিষয়টি নিয়েই সবাই চিন্তিত।’ মুম্বইয়ের গেইটি, গ্যালাক্সি ও মরাঠা মন্দির সিঙ্গল স্ক্রিনের এগজিকিউটিভ ডিরেক্টর মনোজ দেশাই বলেছেন, ‘আমরা এখনও নিরাপত্তা পাইনি। কাল সকালে হয়তো নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমরা তার অপেক্ষায় আছি। নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। যদি আমার সম্পত্তির কোনও ক্ষতি হয়, তাহলে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থানে বসতেও রাজি।’