নয়াদিল্লি: ট্রেনযাত্রীদের জন্য সুখবর। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ই-টিকিটের ওপর সার্ভিস চার্জে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।


ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে গত বছর নভেম্বর মাসে নোট বাতিলের সময় সার্ভিস চার্জকে সাময়িক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।


এই ছাড়ের সুবিধা প্রথমে ৩০ জুন এবং পরে তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছিল রেল। এবার তা ফের বৃদ্ধি করে মার্চ মাস পর্যন্ত করা হল।


সাধারণত, আইআরসিটিসি-র মাধ্যমে অনলাইনে টিকিট কাটলে প্রতি টিকিট ২০ টাকা থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ ধার্য করে রেল।


রেলের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, আইআরসিটিসি-র প্রায় ৩৩ শতাংশ আয় আসে অনলাইন টিকিট বুকিংয়ের সার্ভিস চার্জ থেকে।


গত আর্থিক বছরে, মোট টিকিট বুকিং থেকে রেলের আয় হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। এর মধ্যে, সার্ভিস চার্জ থেকে এসেছে প্রায় ৫৪০ কোটি টাকা।