উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও নুনের ঘাটতির গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সব জায়গায় পর্যাপ্ত নুন আছে। গুজব রটিয়ে দাম বাড়ানো হয়েছে। পুলিশি টহলদারি শুরু হয়েছে। কোথা থেকে গুজব রটানো হল সেটা জানার চেষ্টা করছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। গুজবের জেরে উত্তর ভারতে নুনের দাম আকাশছোঁয়া, ঘাটতি নেই, আশ্বাস সরকারের
Web Desk, ABP Ananda | 12 Nov 2016 12:12 AM (IST)
নয়াদিল্লি: এ বার কি কাটা ঘায়ে নুনের ছিটে? একদিকে নোট নিয়ে হয়রানি। তার মধ্যে কি নুনের দাম আকাশ ছুঁতে চলেছে? দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এক কেজি নুনের দাম ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে দাবি। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক অবশ্য বলছে, আতঙ্কিত হবেন না। এ সবই গুজব। দেশের কোনও প্রান্তেই নুনের দাম বাড়েনি। কোথাও উৎপাদন ধাক্কা খেয়েছে এমন খবরও নেই। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেছেন, ‘কোথাও নুনের দাম বাড়েনি। ১৪ থেকে ১৫ কেজি টাকা দরে নুন বিক্রি হচ্ছে। দেশের কোথাও নুনের ঘাটতি নেই। অযথা গুজব রটিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে। যারা ২০০ টাকা কেজি দরে নুন বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য সরকারের। এই ব্যবসায়ীদের গ্রেফতার করা উচিত।’