লখনউ: রাজ্য সফরে বেরলে তাঁর জন্য বিশেষ সুবিধা, আয়োজনের বন্দোবস্ত করতে প্রশাসনের কর্তাব্যক্তিদের নিষেধ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা তাঁকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। দেওরিয়ায় শহিদ বিএসএফ হেড কনস্টেবল প্রেম সাগরের বাড়িতে তিনি গিয়েছিলেন শোকাচ্ছন্ন পরিবারকে সমবেদনা জানাতে।

প্রয়াত সাগরের পরিবারের অভিযোগ, মুখ্যমন্ত্রী আসবেন বলে তাঁদের বাড়িতে এসি মেশিন বসে, সোফা, কার্পেটের ব্যবস্থা করে প্রশাসন। কিন্তু তিনি চলে যেতেই সব খুলে নিয়ে চলে যায় তারা। যদিও এ ব্যাপারে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

কয়েকদিন বাদে আবার অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তফসিলি জাতিভুক্ত মুশাহার সম্প্রদায়ের লোকজনদের ভাল করে স্নান করতে বলা হয়। কুশীনগর প্রশাসন এমনকী এজন্য ওদের সাবান, শ্যাম্পু, সুগন্ধীও দেয়। এতে ক্ষুব্ধ হন ওই দলিত মানুষজন।

এ ধরনের ঘটনায় যাতে তাঁর সম্পর্কে ভুল বার্তা না যায়, সম্ভবত সেজন্যই মুখ্যমন্ত্রী গতকাল প্রশাসনের অফিসারদের বলেন, আমি কোথাও পর্যবেক্ষণ বা সরকারি অনুষ্ঠানে গেলে আমার জন্য কোনও বিশেষ আয়োজন করবেন না। আমরা প্রয়োজনে মেঝেতেও বসতে পারি। রাজ্যের মানুষকে সম্মান জানাতে পারলে মুখ্যমন্ত্রীর মর্যাদাই বাড়ে।