যোধপুর: যোধপুর সেন্ট্রাল জেলে ধর্ষণের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আশারাম বাপুর সঙ্গে একই ওয়ার্ডে রাত কাটাতে চলেছেন কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া বলিউড তারকা সলমন খান। যোধপুরের ডিআইজি (জেল) বিক্রম সিংহ জানিয়েছেন, জেলে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট ওয়ার্ডেই রাখা হবে সলমনকে। তবে তিনি কোনও বাড়তি সুবিধা পাবেন না। অন্য বন্দিদের মতোই খাবার দেওয়া হবে তাঁকে।


এর আগে এই মামলায় ১৯৯৮, ২০০৬ ও ২০০৭ সালে মোট ১৮ দিন যোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হয়েছিল সলমনকে। তিনি তখন নোংরা শৌচাগারের কথা জানিয়েছিলেন। আজ সে বিষয়ে প্রশ্ন করা হলে ডিআইজি জানিয়েছেন, সলমনকে যে ওয়ার্ডে রাখা হবে, সেখানকার শৌচাগার ভাল।

দু’দশকের পুরনো কৃষ্ণসার হত্যা মামলায় আজ আদালত সাজা দেওয়ার পরেই সলমনকে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতারি পরোয়ানা তৈরি করা হয়েছে। এই বলিউড তারকাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। জামিন না পাওয়া পর্যন্ত তাঁকে সেখানেই থাকতে হবে। যোধপুর সেন্ট্রাল জেলের দু’নম্বর ব্যারাকের দু’নম্বর সেলে রাখা হয়েছে। তাঁকে কয়েদী নম্বর ১০৬ হিসেবে চিহ্নিত করা হয়েছে।