লখনউ: নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনায় আপাতত জল ঢাললেন মুলায়ম সিংহ যাদব। বললেন, নতুন দল গঠন করছি না। কিছুক্ষণের মধ্যেই অখিলেশের টুইট, নেতাজি জিন্দাবাদ!


তাঁর আশীর্বাদ অখিলেশের সঙ্গে আছে মনে করিয়ে দিয়ে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা জানান, ছেলের কিছু সিদ্ধান্ত তাঁর পছন্দ হয়নি। এদিন সাংবাদিক সম্মেলনে মুলায়ম বলেন, আমি এখনও পর্যন্ত কোনও নতুন দল গঠন করছি না। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, এদিনের সাংবাদিক সম্মেলনেই প্রায় বিলুপ্ত লোক দলকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করবেন ৭৭ বছরের এই প্রবীণ নেতা।


সমাজবাদী পার্টির রাশ নিয়ে যেখানে যাদব পরিবারে অভ্যন্তরীণ কোন্দল চলছে, সেখানে মুলায়ম এদিন বলেন, যেহেতু সে আমার ছেলে, আমার আশীর্বাদ সবসময় অখিলেশের সঙ্গেই থাকবে। তাঁর কিছু সিদ্ধান্তকে আমি সমর্থন না করা সত্বেও তা থাকবে। মুলায়ম যোগ করেন, বাবা-ছেলের এই মতভেদ কতদিন থাকবে, তা কেউ বলতে পারবে না।


প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে দলের জাতীয় সম্মেলনে মুলায়ম ও তাঁর ভাই শিবপালকে দলের পদ থেকে উৎখাত করেন অখিলেশ। দলের সভাপতির পদ থেকে বাবাকে সরিয়ে নিজে দায়িত্ব নেন অখিলেশ। মুলায়ম জানিয়েছিলেন, অখিলেশ তিনমাসের জন্য ওই পদ নিয়েছে। তারপর সে জানিয়েছে, নিজে থেকে সরে যাবে। যদিও, অখিলেশ তা করেননি।


এরপরই ক্ষুব্ধ মুলায়ম প্রতিক্রিয়ায় অখিলেশকে কটাক্ষ করে বলেছিলেন, যে বাবার হল না, সে কারও হতে পারে না। যদিও, এদিন মুলায়মের গলায় ধরা পড়ল ভিন্ন সুর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ মূল্যবৃদ্ধির জাঁতাকলে ফেঁসে রয়েছে। অন্যদিকে, বিজেপি তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। এখন সমমনস্ক মানুষের এক হওয়া উচিত।


উল্লেখজনকভাবে, মুলায়মের এই সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই টুইট করেন অখিলেশ। সেখানে লেখেন, নেতাজি জিন্দাবাদ, সমাজবাদী পার্টি জিন্দাবাদ। তাঁর এই টুইট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তা হল, ফের কি এক হতে চলেছেন মুলায়ম-অখিলেশ? উত্তর সময়ই দেবে।