বাগপত (উত্তরপ্রদেশ): মহিলাদের সম্মান-রক্ষায় এবার এগিয়ে এল গ্রাম পঞ্চায়েত। পশ্চিম উত্তরপ্রদেশের বাগপত জেলার বিগওয়াড়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত, সেই গ্রামের মেয়েদের এমন কারও পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হবে না, যাদের গ্রামে শৌচাগার নেই। গ্রামের প্রধান অরবিন্দের হুঁশিয়ারি, যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে, তাদের একঘরে করা হবে। খোলা আকাশে মহিলাদের শৌচকর্মকে মানহানিকর বলে উল্লেখ করে নিজেদের সিদ্ধান্তকে যুক্তসঙ্গত বলে দাবি করেন তিনি। তিনি যোগ করেন, যদি কারও শৌচাগার নির্মাণ করার অর্থ না থাকে, তাহলে তারা সরকারি প্রকল্পের সুবিধা নিতেই পারে।
উত্তরপ্রদেশ: বরের বাড়িতে টয়লেট নেই? দেওয়া হবে না গ্রামের মেয়েদের বিয়ে, সিদ্ধান্ত পঞ্চায়েতের
Web Desk, ABP Ananda | 22 Oct 2017 03:49 PM (IST)