নয়াদিল্লি২৪-ঘণ্টা পার। এখনও হদিস নেই অরবিন্দ কেজরীবালের সাধের নীল রঙের ওয়াগন-আর গাড়ির। খোঁজ পেতে বাধ্য হয়ে পুরস্কার ঘোষণা করল আম আদমি পার্টি।


এই ‘পয়মন্ত’ গাড়ি করেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রোহতকে প্রচার চালিয়েছিলেন হরিয়ানায় দলের আহ্বায়ক নবীন জয়হিন্দ। এদিন তিনি বলেন, আমার গাড়িটি ফেরত চাই। এর সঙ্গে বহু আবেগ, স্মৃতি জড়িয়ে রয়েছে।

তিনি যোগ করেন, যে গাড়িটি ফেরত দেবে, তিনি তাকে উপযুক্ত পুরস্কার দেবেন। পুরস্কারের পরিমাণ কতটা তা তিনি খোলসা না করলেও, নবীন জানান গাড়িটি বেচে যে দাম মিলবে, তার চেয়ে বেশি অঙ্কের পুরস্কার দেবেন তিনি।


[embed]https://twitter.com/naveenjaihind/status/918471077038252032[/embed]

প্রসঙ্গত, বুধবার ভরদূপুরে দিল্লি সচিবালয়ের সামনে থেকেই বেপাত্তা হয়ে যায় এই গাড়িটি। আপ নেতারা জানান, এই গাড়ি যেমন সাফল্যের সঙ্গী, তেমনই ব্যর্থতার সময়ও থেকেছে। যেমন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন।


২০১৪ সালে এই দিল্লি পুলিশের সঙ্গে বিতর্কিত প্রতিবাদের সময় এই গাড়িতেই থাকতেন ও শুয়ে থাকতেন কেজরীবাল। নীল রঙের গাড়িটিই হয়ে উঠেছিল কেজরীবালের ‘আম আদমি’-র প্রতীক।


তবে, হালে ওই গাড়িটি দলের কাজেই ব্যবহার করা হত। গাড়িটিকে ‘আপ-মোবাইল’ হিসেবে ব্যবহার করত আম আদমি পার্টি। কেজরীবালে সঙ্গে থাকতে থাকতে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই গাড়িটি। ক্রমেই, মুখ্যমন্ত্রীর সাধের গাড়ি হয়ে উঠেছিল সেটি।


২০১৩ সালের জানুয়ারি মাসে কেজরীবালকে এই গাড়ি উপহার দেন জনৈক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুন্দন শর্মা। ২০১৩ ও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এই গাড়ি করেই প্রচার করেন কেজরীবাল।


[embed]https://twitter.com/jalajboy/status/918457697212567552[/embed]

এমনিতে, দিল্লি পুলিশের সঙ্গে কেজরীবালের সম্পর্ক আদায়-কাঁচকলায়। এখন গাড়ি বেপাত্তা হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কেজরীর কটাক্ষ, নজর কোথায়? দিল্লি পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে, এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।