লখনউ: ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডের দিন ক্যাম্পাসে ইতি উতি ঘুরো না। বরং বাড়ি গিয়ে সাত্ত্বিকভাবে শিবের মাথায় জল ঢাল। লখনউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পড়ুয়াদের ঘুরিয়ে এই নির্দেশ দিয়েছে। কথা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।


এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, পশ্চিমী সংস্কৃতির প্রভাবে তরুণ তরুণীরা ১৪ ফেব্রুয়ারি পালন করছে ভ্যালেন্টাইনস ডে হিসেবে। তাই সব পড়ুয়াদের জানানো হচ্ছে, ১৪ তারিখ মহা শিবরাত্রি, ওদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

ওদিন কোনও পরীক্ষা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের বাবা মায়েদের প্রতি তাদের নির্দেশ, বুধবার আর ছেলেমেয়েদের ক্যাম্পাসে পাঠাবেন না।

লখনউ বিশ্ববিদ্যালয় অবশ্য ভ্যালেন্টাইনস ডের ওপর বরাবরই খড়গহস্ত। ২০০৯-এ তারা এই দিন ফুল ও অন্য উপহার নিয়ে ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করে। ২০১৪-তেও ভ্যালেন্টাইনস ডের আগে কী করা উচিত আর উচিত নয়, তার তালিকা বার করে তারা।