মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বিজেপি কিছুই জানায়নি, বলল শিবসেনা
Web Desk, ABP Ananda | 02 Sep 2017 07:33 PM (IST)
মুম্বই: আগামীকাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শাসক দলের তরফ থেকে তাঁরা এ ব্যাপারে কোনও বার্তা পাননি বলে জানিয়েছেন শরিক শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। তাঁদের দলের কাউকে মন্ত্রিসভা সম্প্রসারণে জায়গা দেওয়া হবে কিনা, সে ব্যাপারে ক্ষোভের সুরে তিনি বলেন, ক্যাবিনেট সম্প্রসারণের খবর পেয়েছি মিডিয়া থেকে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে কিছু জানতে চাইনি, কারও কাছ থেকে কোনও বার্তাও আসেনি, আর আমরাও ক্ষমতার জন্য লালায়িত নই। তাঁর কটাক্ষমিশ্রিত মন্তব্য, আজ সকলে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে ব্যস্ত। আমরা অবশ্য শুধু মুম্বইয়ের বিপন্ন বাসিন্দাদের সুরক্ষা নিয়ে চিন্তিত। (মহানগরীর সাম্প্রতিক বৃষ্টি, বন্যাউদ্ভূত পরিস্থিতি)। ৮০ শতাংশ সমাজসেবা আর ২০ শতাংশ রাজনীতি, গত ৫০ বছর ধরে শিবসেনার এটাই আদর্শ বলেও মন্তব্য করেন উদ্ধব। প্রসঙ্গত, বিজেপির দীর্ঘদিনের শরিক হওয়া সত্ত্বেও সাম্প্রতিককালে নানা ইস্যুতে তাদের সঙ্গে সংঘাত হচ্ছে শিবসেনার। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের একমাত্র প্রতিনিধি ভারী শিল্পমন্ত্রী অনন্ত গীতে।