বেঙ্গালুরু: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকারের স্থায়িত্ব নিয়ে কোনও সংশয় নেই বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেছেন, ‘এই জোট সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন নেই। আমি জানি, এক বছর কেউ আমার গায়ে হাত দিতে পারবে না। অন্তত লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এক বছর আমি ক্ষমতায় থাকব। ততদিন পর্যন্ত কেউ আমার কিছু করতে পারবে না।’


এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন কুমারস্বামী। তিনি আরও বলেছেন, ‘অন্যরা কী করেছেন, সে বিষয়ে আলোচনায় না গিয়ে, আমি যে সুযোগ পেয়েছি তাতে কী করেছি, সেটাই আমার বার্তা হবে। সেটা করার ক্ষেত্রে পরিবেশও আমার পক্ষে আছে (বৃষ্টি হচ্ছে)।’

নতুন সরকারে মন্ত্রিত্ব না পেয়ে কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। ফলে জোট সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে কুমারস্বামীর দাবি, সরকারের কোনও সঙ্কট নেই। তিনি ফের আশ্বাস দিয়েছেন, কৃষকদের ঋণমকুব করা হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে বাজেট পেশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।