নয়াদিল্লি:  বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যসভায় তাঁর প্রথম ভাষণে কংগ্রেসকে তুলোধনার পর, বিজেপিকে পাল্টা আক্রমণে বিঁধল কংগ্রেস। কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদের অভিযোগ, ইউপিএ-র আমলে চালু বিভিন্ন প্রকল্প নতুন মোড়কে মুড়ে নিজেদের বলে চালানো বিজেপির চেয়ে ভাল বোধহয় কেউ জানে না।


রাজ্যসভায় আজ নিজের বক্তব্য পেশের সময় প্রবীণ কংগ্রেস নেতা বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, কীভাবে সেটা নতুন মোড়কে মুড়ে বিজেপি নিজেদের বলে চালাচ্ছে। এরমধ্যে বিজেপির ফ্ল্যাগশিপ প্রকল্প ‘বেটি বাঁচাও বেটি পড়াও’য়ের কথাও উল্লেখ করেন আজাদ। কিন্তু রাজনীতির ময়দানেও কিছুটা সৎতা থাকা উচিত, না হলে লড়াই ঠিক হয় না, মন্তব্য আজাদের।

গতবছর শশী তারুরও একই অভিযোগ তুলে একটি তালিকা পেশ করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন কীভাবে ২৩টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্পের নাম বদল করে, নতুন নাম দিয়ে চালাচ্ছে বিজেপি। এভাবে নাম বদলকে কটাক্ষ করে তারুর বলেছিলেন, বর্তমান সরকার হল নাম পরিবর্তনের সরকার, খেলা ঘুরিয়ে দেওয়ার সরকার নয়।

আজাদের দাবি, ২০০৮ সালে ইউপিএ সরকার যে জাতীয় শিশু প্রকল্প চালু করেছিল, সেটাই নাম পরিবর্তন করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বলে চালাচ্ছে বিজেপি সরকার। বর্তমানে এই প্রকল্প ১৬১ জেলা থেকে দেশের ৬০০টি জেলায় ছড়িয়ে পড়েছে, কিন্তু বাজেটে এই প্রকল্পের বাস্তবায়নের জন্যে, সেই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়নি। এই প্রকল্পরে বাস্তবায়নের জন্যে ৮০০ কোটি বরাদ্দ হওয়া উচিত, সেখানে মাত্র ৮০ কোটি বরাদ্দ করা হয়েছে, মন্তব্য আজাদের।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে বিজেপির দাবিকে নস্যাৎ করে আজাদের দাবি, ইউপিএ আমলে ২৪ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মাত্র ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

সংসদে বাজেট অধিবেশনের আজ চতুর্থ দিন। এরমধ্যেই রাজ্যসভায় সরকার ও বিরোধী পক্ষ একাধিকবার আক্রমণ, পাল্টা আক্রমণে জড়িয়েছে। বিরোধী শিবির সরকারকে বেকারত্ব, আর্থিক হাল সহ একাধিক ইস্যুতে কোনঠাসা করার চেষ্টা করেছে। তার পাল্টা জবাবও দিয়েছে শাসক শিবির।