নয়াদিল্লি: কারও দল-বিরোধী কাজের জন্য যদি উত্তরপ্রদেশে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির বিপর্যয় হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন রামগোপাল যাদব।


শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামগোপাল বলেছেন, ‘কারা দল-বিরোধী কাজে যুক্ত ছিল, সে বিষয়ে সব প্রার্থীর কাছ থেকে তথ্য চাইব আমরা। যাদের বিরুদ্ধে দল-বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

উত্তরপ্রদেশে এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল সমাজবাদী পার্টি। ২৯৮ আসন লড়াই করে মাত্র ৪৭টি আসনে জয় পেয়েছে অখিলেশ যাদবের দল। এই বিপর্যয়ের পিছনে দল-বিরোধী কার্যকলাপ রয়েছে বলে মনে করছেন রামগোপাল। সেই কারণেই তিনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।