গ্রেটার নয়ড়ায় দুটি বহুতল ভেঙে মৃত ৩, আটকে থাকার আশঙ্কা ৩০-৩৫ জনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2018 07:23 AM (IST)
গ্রেটার নয়ডা: দিল্লির গ্রেটার নয়ডায় ভেঙে পড়ল দুটি বহুতল। মৃত ৩। আরও ৩০ থেকে ৩৫ জনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজ শুরু করেছে গ্রেটার নয়ডা থানার পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত ৯টা নাগাদ ভেঙে পড়ে বহুতল দুটি। প্রশাসন সূত্রে খবর, বাড়ি দুটি বেআইনিভাবে তৈরি হয়েছিল। বহুতলের নির্মাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এনডিআরএফ কম্যান্ডান্ট পিকে শ্রীবাস্তব জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। এনডিআরএফের চারটি দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে।
দুর্ঘটনার পরই বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর ট্যুইট, জেলা প্রশাসনকে অবিলম্বে এনডিআরএফ-কে প্রয়োজনীয় সহায়তা ও আহতদের চিকিত্সার জন্য সমুচিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -