যৌন হেনস্থার অভিযোগে চাকরি থেকে সাসপেন্ড, আত্মহত্যা জেনপ্যাক্ট ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের
Web Desk, ABP Ananda | 20 Dec 2018 02:53 PM (IST)
নয়ডাঃ কর্মক্ষেত্রে যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত হয়ে আত্মহত্যা করলেন জেনপ্যাক্ট ইন্ডিযার সহকারী সহ-সভাপতি স্বরূজ রাজ। সংস্থায় কর্মরত দুই মহিলা সহকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ খতিয়ে দেখতে কোম্পানি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তাতে অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। এই ধাক্কা সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। সুইসাইড নোটে তেমনটাই লিখেছেন স্বরুজ। যৌন হেনস্থার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি লিখেছেন, এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস তাঁর নেই। স্বরাজের স্ত্রী কৃতী এবিপি আনন্দকে জানিয়েছেন, ঘটনার দিন তিনি কাজ সেরে বাড়ি ফিরে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। পরে কোনওরকমে দরজা খুলে স্বরূজের ঝুলন্ত দেহ চোখে পড়ে তাঁর। কৃতীর অভিযোগ, এখন মেয়েরা যে কারও বিরুদ্ধে এমন অভিযোগ এনে তাঁদের জীবন শেষ করে দিতে পারে। সেই কারণেই অনেক সংস্থা মহিলা কর্মী নিযোগ করতে চায় না। এই ঘটনায় এখনও মুখ খোলেনি জেনপ্যাক্ট। সূরজপুরের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ করা হয়নি।