নয়ডা: প্রতারণার এক বিরল কৌশল। অনলাইনে প্রথমে গাড়ি বিক্রি। তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে নিজেই সেই গাড়ি চুরি। কীর্তিমান অবশ্য পুলিশের জাল এড়াতে পারেনি। পুলিশ গ্রেফতার করেছে প্রতারককে।
জিজ্ঞাসাবাদের মাঝে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত মনোত্তম ত্যাগী নিজের গাড়িতে লাগিয়ে রেখেছিল জিপিএস সিস্টেম। যে সূত্র ধরেই গাড়ির কাছে পৌঁছে চুরি তাঁর।
জনৈক জিতেন যাদব কিছুদিন আগে পুলিশের কাছে গাড়ি খোওয়া যাওয়ার অভিযোগ করেছিলেন। কিছুদিন আগে এক অনলাইন সাইটের মাধ্যমে টাকায় মারুতি সুইফ্ট গাড়ি কিনেছিলেন তিনি। প্রথমে ২.১০ লক্ষ টাকা দিয়ে দেন তিনি। কথা হয় গাড়ির কাগজপত্র হস্তান্তরের সময় বাকি ৫০ হাজার দিয়ে দেবেন। কিন্তু ঠিক তার পরের দিনই বিপত্তি।
গাড়ি হারিয়ে পুলিশে এফআইআর করেন জিতেন। যে ঘটনার তদন্তে নেমে গাড়ি বিক্রেতার চলাফেরা পর্যবেক্ষণ করতে শুরু করে পুলিশ। যার কিছুদিনের মধ্যে গোটা ঘটনা পরিষ্কার হয়ে যায় তাদের সামনে। জিজ্ঞাসাবাদে গাড়িতে জিপিএস লাগিয়ে রেখে গাড়ি চুরির প্রতারণার কতা স্বীকার করে নেয় মনোত্তম।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
অনলাইনে গাড়ি বেচে ডুপ্লিকেট চাবি দিয়ে চুরি, গ্রেফতার প্রতারক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 09:07 PM (IST)
জিজ্ঞাসাবাদের মাঝে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত মনোত্তম ত্যাগী নিজের গাড়িতে লাগিয়ে রেখেছিল জিপিএস সিস্টেম। যে সূত্র ধরেই গাড়ির কাছে পৌঁছে চুরি তাঁর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -