ফারুকের প্রশ্ন, ছত্তিশগড়ের সুকমাতেও তো সিআরপিএফ জঙ্গিদের ওপর মাওবাদীরা হামলা চালিয়েছে, তা নিয়ে এত কথা হচ্ছে না কেন। তাঁর বক্তব্য, কুপওয়াড়ার শহিদ সৈনিকদের নিয়ে দেশবাসী যতটা চোখের জল ফেলছে, ততটা সুকমায় শহিদ জওয়ানদের জন্য ফেলছে না।
অবশ্য কাশ্মীরে মোতায়েন নিরাপত্তাবাহিনীর প্রতি ফারুকের এই বিদ্বেষ নতুন কিছু নয়, অল্পদিন আগেই বাহিনীর ওপর পাথর ছোঁড়া বিচ্ছিন্নতাবাদীদের খোলাখুলি সমর্থন করেছেন তিনি। এমনকী তাদের স্বাধীনতা সংগ্রামীরও আখ্যা দিয়েছেন।