বার্সেলোনা: ফিরে এল নোকিয়ার ‘কিংবদন্তি’ ৩৩১০ হ্যান্ডসেট। সম্প্রতি বার্সেলোনায় বিশ্ব মোবাইল কংগ্রেসে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে এই হ্যান্ডসেট। সংস্থার দাবি, খুব শীঘ্রই ভারতের বাজারে মিলবে নোকিয়া ৩৩১০।
এদিন এইচএমডি গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার পেক্কা রান্তালা জানান, ভারতের বাজারে নোকিয়া ৩৩১০-এর মূল্য প্রায় ৩,৫০০ টাকা হবে। পাশাপাশি, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতে আসছে নোকিয়ার তিনটি স্মার্টফোনও—নোকিয়া ৩, নোকিয়া ৫ ও নোকিয়া ৬।
প্রসঙ্গত, নোকিয়ার ফোন তৈরি ও বিক্রি করার জন্য লাইসেন্স প্রাপ্ত এইচএমডি। পাশাপাশি, নোকিয়া কর্পোরেশন নির্মিত প্রযুক্তিও ব্যবহার করার অনুমতি পেয়েছে তারা। গাঁটছড়া নিয়ে নোকিয়ার প্রেসিডেন্ট তথা সিইও রাজীব সুরী জানান, তাঁরা এই নতুন যৌথ উদ্যোগ নিয়ে উৎসাহিত।
একসময় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে ‘আইকন’ ছিল নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেট। ২০০০-০৫ সালে এটিই ছিল সবচেয়ে জনপ্রিয় ফোন। বিশ্বব্যাপী প্রায় ১২.৬ কোটি ৩৩১০ হ্যান্ডসেট বিক্রি হয়েছিল বলে দাবি করেছে সংস্থা। শক্তসমর্থ হওয়ায় এই ফোন জুড়ি মেলা ভার ছিল।
কিন্তু, প্রযুক্তিগত ভাবে ধীরে ধীরে পিছিয়ে পড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় এই হ্যান্ডসেট। ফলে, বর্তমান অ্যান্ড্রয়েডের যুগে শুধুমাত্র নস্টালজিয়া দিয়ে কতটা বাজার দখল করবে নোকিয়া ৩৩১০? এই প্রশ্ন ঘোরাফেরা করছেই বিশেষজ্ঞদের মনে।
যদিও, এইচএমডি-র আশা, তাদের নির্দিষ্ট কৌশল রয়েছে। রান্তালা জানান, তিনি নিশ্চিত, মানুষ নোকিয়া ৩৩১০-কে দ্বিতীয় হ্যান্ডসেট হিসেবে ব্যবহার করবেন। সেইমতোই দাম ও বৈশিষ্ঠ্য রাখা হয়েছে নতুন ৩৩১০ হ্যান্ডসেটে। পাশাপাশি, যাঁরা প্রথম হ্যান্ডসেট নেবেন, তাঁদের কাছেও নোকিয়া ৩৩১০ আকর্ষণীয় বিকল্প হবে বলে দাবি তাঁর।
এক নজরে নতুন নোকিয়া ৩৩১০:
- দুটো সিমের ব্যবস্থা
- জিএসএম প্রযুক্তির ২.৫জি
- ব্যাটারি ১২০০ এমএএইচ
- আড়াই ইঞ্চি টিএফটি স্ক্রিন
- এলইডি ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ব্লু-টুথ, ইউএসবি কানেক্টিভিটি
- ১৬ এমবি ইন্টারনাল স্টোরেজ
- ৩২ জিবি এক্সটার্নাল স্টোরেজ
জানা গিয়েছে, নতুন ফোনে দুটো সিমের ব্যবস্থা থাকবে। জিএসএম প্রযুক্তির এই ফোনটি ২.৫জি সমান হবে। ব্যাটারি হবে ১২০০ এমএএইচ। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ২২-ঘণ্টা চালু থাকবে ফোন। নতুন ফোনের স্ক্রিনও আগের তুলনায় বড়। প্রায় আড়াই ইঞ্চি টিএফটি স্ক্রিন থাকছে নতুন ৩৩১০-এ।
পাশাপাশি, এতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্লু-টুথ, ইউএসবি কানেক্টিভিটি, ১৬ এমবি ইন্টারনাল স্টোরেজ, সর্বাধিক ৩২ জিবি এক্সটার্নাল স্টোরেজ (মাইক্রো এসডি কার্ড)। সংস্থার দাবি, জিএসএম ও স্মার্টফোনের মাঝের জায়গা ভরাট করবে ৩৩১০।
এছাড়া, স্মার্টফোনের বাজারেও নতুন হ্যান্ডসেট আনছে নোকিয়া। জানা গিয়েছে, একসঙ্গে তিনটি হ্যান্ডসেট আসছে—নোকিয়া ৩, নোকিয়া ৫ ও নোকিয়া ৬। সবকটি ফোনই গুগলের অ্যান্ড্রয়েড প্রযুক্তি নির্ভর হবে।
রান্তালা জানান, নোকিয়া ৩ ফোনে থাকবে ৫-ইঞ্চি স্ক্রিন, দু-দিকেই ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল এবং সর্বাধিক ১২৮ জিবি এক্সটারনাল স্টোরেজ। দাম প্রায় ৯৮০০ টাকা।
নোকিয়া ৫ ফোনে থাকবে ৫.২-ইঞ্চি স্ক্রিন, সামনে ৮ মেগাপিক্সেল ও পিছবনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল এবং সর্বাধিক ১২৮ জিবি এক্সটারনাল স্টোরেজ। দাম প্রায় ১৩,৩০০ টাকা।
অন্যদিকে, নোকিয়া ৬ ফোনটি কিছুটা দামী। এতে আছে ৫.৫-ইঞ্চি স্ক্রিন, সামনে ৮ মেগাপিক্সেল ও পিছবনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। দাম প্রায় ১৬,১০০ টাকা। আর ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম প্রায় ২১,০০০ টাকা।